করোনা উপসর্গ নিয়ে মুন্সীগঞ্জে বৃদ্ধের মৃত্যু

বৃহস্পতিবার বিকেলে করোনার উপসর্গ নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজলোর রামপাল ইউনয়নিরে হাতমিরার আমতলায় এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। এই বৃদ্ধ নারায়ণগঞ্জে বসবাস করতেন। পরবর্তীতে অসুস্থ অবস্থায় গ্রামের বাড়িতে আসেন। তিনি মারা যাওয়ার আগে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এসে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে যান। বাড়ি ফেরার কিচুক্ষণের মধ্যইে তার মৃত্যু হয়। পরে প্রশাসনকে না জানিয়েই তাকে দাফনের ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসন বিষয়টি অবহিত হওয়ার পর সতর্কতার সাথে নিয়ম মেনে এই বৃদ্ধকে দাফনের ব্যবস্থা করা হয়।

এই তথ্য দিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহাম্মদে বলেন, যেহেতু করোনায় উপসর্গ নিয়ে উনি মারা গেছেন, তাই প্রশাসনের নির্দেশোনা অনুযায়ী ডাব্লিউএইচও’র প্রটোকল অনুযায়ী লাশ দাফনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে সংগ্রহ করা তার সোয়াব সিভিল সার্জন অফিসে রাখা হয়েছে। শুক্রবার পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হবে। ইউএনও জানান, এই বৃদ্ধের সংস্পর্শে যারা ছিলেন, তাদের আইসোলেশনে থাকার থাকার জন্য অনুরোধ করা হয়েছে। যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে সংশ্লিষ্ট বাড়ী গুলে লকডাউন করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.