করোনা প্রতিরোধে পিরোজপুর লকডাউন

করোনাভাইরাস প্রতিরোধে পিরোজপুর জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার করোনাভাইরাস প্রতিরোধে গঠিত পিরোজপুর জেলা কমিটির জরুরি সভার পর পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এ ঘোষণা দেন।

রাতে পিরোজপুরের নেজারত ডেপুটি কালেক্টর মফিজুর রহমান এ কথা জানান।

অবরুদ্ধের বিষয়ে এক গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, করোনাভাইরাসের সংক্রামণ ঝুঁকি মোকাবেলায় ‘পিরোজপুর জেলাকে অবরুদ্ধ ঘোষণা করছি।’

এ জেলায় ঢোকা ও বের হওয়াও নিষিদ্ধ ঘোষণাও করেন তিনি।

‘পরবর্তী নিদের্শে না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় যেতে পারবে না।’

এছাড়া জেলার অভান্তরে আন্তঃউপজেলা ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতার বাইরে থাকবে।

এছাড়া পিরোজপুর জেলার উপর দিয়ে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়ক দিয়ে অন্যান্য জেলার আন্তঃসংযোগও এ আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।

‘জেলা ও উপজেলার যে কোনো সীমানা দিয়ে যানবাহনের প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে।’

এদিকে সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী জানান, পিরোজপুর জেলায় এখন পর্যন্ত চারজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.