বান্দররবানের রোয়াংছড়িতে যুবককে গুলি করে হত্যা

বান্দররবানের রোয়াংছড়িতে মং সাইনু নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার নোয়াপতং ইউনিয়নের ১নং ওয়ার্ড ক্যানাইজোপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মং সাইনু থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের বাচিঅং পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে জামছড়ি এলাকা থেকে মং সাইনু ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে উপজেলার ক্যানাইজোপাড়ায় আসেন। ওই এলাকার রাস্তায় দাঁড়িয়ে তিনি ফোনে কারও সঙ্গে কথা কাটাকাটি করছিলেন। এই সময় হঠাৎ করে জলপাই রংয়ের পোশাক পরা চারজন এসে মং সাইনুর হাত ধরে। পরে মং সাইনু হাত ছেড়ে দৌঁড় দেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় তারা। এতে ঘটনাস্থলেই মং সাইনুর মৃত্যু হয়।

এদিকে মং সাইনু যেখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন তার দুই পাশে কয়েকটি চায়ের দোকান। তাকে বহন করা মোটরসাইকেলটির চালক এবং তার পেছনে থাকা ভাড়ায়চালিত আরেকটি মোটরসাইকেলের চালকও চায়ের দোকানে চা খাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

রোয়াংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, সকালে রাস্তার ওপরে ওই যুবককে গুলি হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে কারা-কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.