করোনায় আক্রান্ত হয়েছেন রাজবাড়ীর এমপির স্ত্রী 

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর স্ত্রী রেবেকা সুলতানা সাজু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

রেবেকা বর্তমানে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি রয়েছেন। রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংসদ কাজী কেরামত আলীর একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতি শনিবার বিকালে মোবাইল ফোনে বলেন, সৃষ্টিকর্তা হয়তো কোনোভাবে আমাদের পরীক্ষা করছেন। তিনি সর্বশক্তিমান। তার দোয়া এবং চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে আমার আম্মু দু’একদিনের মধ্যেই সুস্থ হয়ে বাসায় ফিরবেন বলে আমরা আশাবাদী। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। সবাই উনার জন্য দোয়া করবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.