ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান-অপু বিশ্বাস। বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তারা। এক সময় অপু বিশ্বাসের নায়ক মানেই ছিলেন শাকিব খান। শাকিব খান অন্য নায়িকাদের সঙ্গে কালেভদ্রে দু চারটা সিনেমায় অভিনয় করলেও অপু বিশ্বাসের নায়ক ছিলেন শাকিব খান।
এ জুটির সম্পর্ক নিয়ে চলচ্চিত্রপাড়ায় দীর্ঘদিন কানা-ঘুষা হওয়ার পর শেষমেশ জানা যায়, তারা স্বামী-স্ত্রী। শাকিব খানই তার বিপরীতে অপুকে নিতে বাধ্য করতেন এবং অন্য নায়কের সঙ্গে তাকে কাজ করতে মানা করতেন। অপুকে শাকিবই তার বাহুডোরে আগলে রাখতেন বলেই গুঞ্জন ছিল চলচ্চিত্রপাড়ায়।
২০১৬ সালের মাঝামাঝি সময় পাঁচটি সিনেমার শুটিং বাকি রেখেই হঠাৎ চলচ্চিত্রাঙ্গন থেকে উধাও হয়েছিলেন অপু বিশ্বাস। অনেক দিন আড়ালে থাকার পর সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন অপু। তারপরই শাকিব খানের সঙ্গে অপুর সম্পর্কে ফাটল ধরে। এক পর্যায়ে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
অপুর সঙ্গে ছন্দপতন হলে নবাগত নায়িকা বুবলীকে নিয়ে একের পর এক সিনেমায় কাজ করতে থাকেন শাকিব। ডজন খানেক সিনেমায় কাজ করেছেন এ জুটি। শাকিবের বাইরে অন্য নায়কের সঙ্গে কাজ করেননি বুবলী। চলচ্চিত্রপাড়ায় তাদের নিয়ে প্রথমে প্রেম, পরে বিয়ের গুঞ্জন উঠে। সর্বশেষ বুবলীর ঘরে নতুন অতিথি আসছে বলেও গুঞ্জন উঠে। অনেকেই বলাবলি করছেন, বুবলীকে সিনেমায় নিতে বাধ্য করেছেন শাকিব।
সর্বশেষ চলতি বছরে শাকিবের বলয় ভেঙে নিরবের সঙ্গে ক্যাসিনো সিনেমায় অভিনয় করেন বুবলী। এই প্রথমবার শাকিবের বাইরে গিয়ে কাজ করছেন বুবলী। চলচ্চিত্রপাড়ায় অনেকেই বলাবলি করছেন, বুবলীকে নিয়ে আর নয়, নতুন কোনো নায়িকার সঙ্গে জুটি বাঁধবেন শাকিব খান। প্রশ্ন হলো—অপু বিশ্বাস, বুবলীর পর কার সঙ্গে জুটি বাঁধবেন শাকিব খান?