ঝালকাঠিতে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নারয়ণগঞ্জ বন্দর থানার ফাঁড়িতে কর্মরত আছেন। ১৪ এপ্রিল জ্বর নিয়ে তিনি ঝালকাঠিতে যান।
১৭ এপ্রিল ঝালকাঠি সদর হাসপাতালে ওই এসআইয়ের নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখান থেকে জানানো হয়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। আজ রোববার ঝালকাঠির সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হালদার এ তথ্য নিশ্চিত করেছেন
ঝালকাঠি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত আহম্মেদ বলেন, আক্রান্ত এসআইয়ের বাড়ি সদর উপজেলার গ্রামে। কিন্তু তিনি এখন পৌর শহরে বোনের বাড়িতে আছেন। ওই বাসা লকডাউন করে তাঁকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি জেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যসহ ২৭৩ জনকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ১৪ দিন পূর্ণ হওয়ায় ১৮৬ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ১১ এপ্রিল ঝালকাঠিতে প্রথম এক পরিবারের তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়। ওই পরিবারের সংস্পর্শে থেকে এক ইউপি সদস্য আক্রান্ত হন। এ নিয়ে ঝালকাঠিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ জনে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ঝালকাঠি সদর উপজেলা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।