আপনি মানসিক চাপে রয়েছেন কিনা তা জানাবে অ্যাপল ওয়াচ। একই সঙ্গে আতঙ্কিত কিনা তাও জানাবে।
ব্যবহারকারি আতঙ্কগ্রস্থ ও মানসিক চাপে রয়েছেন কিনা তা বুঝতেই বিশেষ ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল।
অ্যাপল জানিয়েছে, আতঙ্কগ্রস্থ হওয়া আগে ও পরে কোন লক্ষণগুলো দেখা দেয়। তা সময়ের সঙ্গে শিখবে ওয়াচ। মূল লক্ষ্য হলো আতঙ্কগ্রস্থ হয়ে যে কোন ধরণের অ্যাটাক হওয়ার আগেই তা শনাক্ত করতে পারা। ইউজারকে সে ব্যাপারে সতর্ক করা এবং সাহায্য করতে চাওয়া। যেমন: শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম।
অনেকটাই উচ্চ হৃৎস্পন্দন নোটিফিকেশনের মতো। ইউজাররা হিস্টোরি থেকে শনাক্ত হওয়া প্যানিক অ্যাটাকগুলো দেখতে পারবেন। তাছাড়া ওয়াচ কেমন আচরণ করেছেন তা দেখতে পারবেন।
পরবর্তীতে নিখুঁত ফলাফল পাওয়ার সম্ভাবনা বাড়াতে ম্যানুয়ালি উপসর্গগুলো সুনির্দিষ্ট করে দিতে পারবেন ইউজাররা। তবে এখনও পুরো বিষয়টি ধারণা পর্যায়ে রয়েছে।
ফিচারটি আসতে দু্ই বছর বা তার বেশি সময় লাগতে পারে। এ বছরের শেষে ওয়াচ সিরিজ ৬ নিয়ে আসার কথা রয়েছে অ্যাপলের।