ত্রাণ বিতরণে দুর্নীতি প্রতিরোধে আসছে কিউআর কার্ড

কিরোনা সংক্রমণের কারণে সারা দেশে সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রম সহজ করতে তথ্যভাণ্ডারসহ সফটওয়্যার তৈরি করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন এটুআই প্রগ্রাম। শুধু তাই নয়, ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ত্রাণের জন্য নিবন্ধিত ব্যক্তিদের ছবি ও পরিচয়পত্রের সাহায্যে কিউআর কোডযুক্ত একটি কার্ডও তৈরি করে দেবে তারা। এসব কার্ড মোবাইল ফোনে স্ক্যান করলেই নিবন্ধিত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি সেই ব্যক্তির ত্রাণ পাওয়ার পরিমাণ তথ্যভাণ্ডারে স্বয়ংক্রিয়ভাবে জমা হবে। ফলে একই ব্যক্তি বিভিন্ন স্থানে একাধিকবার ত্রাণ নিতে পারবেন না এবং ত্রাণ বিতরণের বিভিন্ন অনিয়মও প্রতিরোধ করা যাবে।

রবিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অনলাইনে অনুষ্ঠিত এ বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ দুটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.