ভারতের বিহারের দ্বারভাঙা বিমানবন্দরে ঘটেছে এক অবাক করা ঘটনা, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিমানে ওঠার ঠিক আগে রানওয়ের পাশে বসে প্রস্রাব করতে দেখা যায় এক বয়স্ক ব্যক্তিকে। সেই মুহূর্তের ভিডিও ক্যামেরায় ধরা পড়ে এবং পরে অনলাইনে ছড়িয়ে পড়ে।
প্রায় নয় সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় সাদা কুর্তা-পাজামা পরা এক বৃদ্ধ বিমান থেকে অল্প দূরত্বে রানওয়ের ঘাসের ওপর বসে আছেন। একই সময়ে বোর্ডিংয়ের অপেক্ষায় থাকা যাত্রীদের লাইনও পেছনে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর নেটিজেনরা নানা মন্তব্য করছেন কেউ ঘটনাটিকে হাস্যরস হিসেবে নিচ্ছেন, আবার কেউ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
একজন মন্তব্য করেছেন, “বিমান ভ্রমণ এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে, কিন্তু ন্যূনতম শৃঙ্খলা মেনে চলাও জরুরি।” অন্যদিকে কেউ বলেছেন, “ভুল তো হতেই পারে, কিন্তু পাইলটের উচিত হয়নি ওই দৃশ্য ভিডিও করে শেয়ার করা।”
ঘটনাটি বিমানবন্দর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে। সাধারণত এ ধরনের এলাকায় শক্ত নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি ক্যামেরা এবং নিরাপত্তারক্ষীদের টহল থাকে। রানওয়ের পাশে এভাবে বসা বা চলাফেরা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে জরিপও শুরু হয়েছে বিমানবন্দরে নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন কি না। অনেকেই ‘হ্যাঁ’ বললেও কেউ কেউ মনে করছেন, এমন ঘটনা বিরল, তাই বাড়তি নিরাপত্তার দরকার নেই।
এখনও পরিষ্কার নয় ভিডিওতে থাকা বৃদ্ধ আসলে যাত্রী ছিলেন কি না, কিংবা কোন বিমানের ককপিট থেকে ভিডিও ধারণ করা হয়েছে। তবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। ঘটনা ঘিরে যাত্রীদের সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা দুটো বিষয়ই নতুন করে আলোচনায় এসেছে।