শাহজালাল বিমানবন্দরে করোনা ভাইরাস শনাক্তের মেশিন স্থাপন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে করোনা ভাইরাস ডিটেক্ট মেশিন স্থাপন করা হয়েছে।গতকাল বুধবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এই যন্ত্রের মাধ্যমে একঘন্টার মধ্যেই করোনা ভাইরাস আক্রান্তদের সনাক্ত করা যাবে। শুধু তাই নয়, যন্ত্রটি জিকা ভাইরাস, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মেলেরিয়াসহ আরো ১৫টি ভাইরাস সনাক্তে সক্ষম। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আপতত ১০০টি কিটসহ মেশিন আনা হয়েছে। এগুলোর কার্যকারিতা পর্যবেক্ষণ করে ভবিষ্যতে আরো যন্ত্র আনার পরিকল্পনা আছে বলেও জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.