খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা

রাজধানীসহ দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ। গতকাল মঙ্গলবার দেশের চারটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস বা এর ওপর। আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি পর্যবেক্ষণাগারের ১৫টিতেই তাপমাত্রা ছড়িয়েছে ৪০ ডিগ্রির ওপর। সে হিসাবে দেশের ৩৪ শতাংশ এলাকায়ই গতকাল তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ ছিল।

এদিকে, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে ৪৮ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ চলমান তাপ প্রবাহ খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এই সময়ে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.