মালয়েশিয়ায় ‘ইসলামিক বিমান’র কার্যক্রম বন্ধ

islamic-biman_124152‘ইসলামের বিধান’ মেনে চলার অঙ্গীকার করেই যাত্রী পরিবহন শুরু করেছিল মালয়েশিয়ার ‘রায়ান এয়ার’৷ বিমানটিতে মদ নিষিদ্ধ ছিল, যাত্রীদের দেয়া হতো ‘হালাল’ খাবার, বিমানবালাদের পরতে হতো হিজাব৷ কিন্তু মালয়েশিয়ার সেই ‘ইসলামিক’ এয়ারলাইন্সটির কার্যক্রম এখন বন্ধ৷

সোমবার ‘শরিয়া আইন মেনে চলা’ মালয়েশিয়ার একমাত্র বিমান সংস্থা রায়ান এয়ারকে তিন মাসের জন্য কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়৷ শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করা, যাত্রা শুরু করতে নিয়মিত বিলম্ব করা এবং বিমানচালকদের ধর্মঘটের কারণে বেসরকারি এই বিমান কর্তৃপক্ষকে এই নির্দেশ দিয়েছে মালয়েশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ৷ খবর ডিডব্লিউর।

গত ডিসেম্বরে মাত্র দু’টি বিমান নিয়ে মালয়েশিয়ার মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে যাত্রী পরিবহন শুরু করে রায়ান এয়ার৷ সরকারি নির্দেশে আপাতত কার্যক্রম বন্ধ থাকলেও বেসরকারি বিমান সংস্থাটি ফেসবুকে জানিয়েছে, অভ্যন্তরীণ সমস্যাগুলো কাটিয়ে শিগগিরই আবার যাত্রী পরিবহন শুরু করা হবে৷

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.