এভিয়েশন নিউজ: বিমানে চড়ার শখ থাকে অনেকের। কিন্তু সাধ্য থাকে না। সাধ্য না থাকায় বিনা টিকেটে বিমানে চড়ার এক ‘কৌশল’ আবিষ্কার করেছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ৩২ বছর বয়সী এক যুবক।
বিনা পয়সায় তিনি অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নিউইয়র্ক যাবার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সফল হননি। ১৫শ’ ডলার জরিমানা দিতে ব্যর্থ হয়ে কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন।
ঘটনাটি বৃহস্পতিবারের। ডিমিত্রিস হল নামের ওই যুবক হামাগুড়ি দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে এয়ারপোর্টের ভেতরে ঢোকেন।
এরপর নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে একটি বিমানের চাকার গর্তের ভেতর ঢোকেন। কিন্তু অনেক সময় অপেক্ষার পর বিমান উড্ডয়ন না করায় বাইরে বের হয়ে আসেন।
এসময় নিরাপত্তা কর্মীদের চোখে পড়ে যান। তার সারা গায়ে কালি ও ময়লা মাখানো ছিল। নিরাপত্তাকর্মীরা কাছে যেতেই নিজেকে হল একজন বিমান প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। পরিচয়পত্র দেখতে চাইলে জানান, তিনি সেগুলো হারিয়ে ফেলেছেন। কিন্তু তার কথা বিশ্বাস না করে তাকে তুলে দেয়া হয় এফবিআই গোয়েন্দাদের হাতে।
তারা দু’একটা প্রশ্ন করতেই হল স্বীকার করেন তিনি আসলে বিনা খরচে নিউইয়র্ক যেতে চেয়েছিলেন। চাকার ভেতর বসে যাওয়ার কৌশলটা তার কাছে সবচে’ গ্রহণযোগ্য মনে হয়েছিল।
– টাইমস অব ইন্ডিয়া