সাবধানে বিমান ওঠা-নামার নির্দেশ দিয়েছে ভারতের দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল। পঙ্গপাল হানার কথা মাথায় রেখে বসানো হয়েছে মনিটরিং টিম।
এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।
শনিবার ভারতের গুরুগ্রামের আকাশ কালো করে উড়তে দেখা যায় ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল।
টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতে দেখা যায়।
ঝাঁকে ঝাঁকে কালো পঙ্গপালের দলকে গুরুগ্রামের ২ কিমি রাস্তাজুড়ে ঢেকে থাকতে দেখা যায়।
রিপোর্ট অনুযায়ী, পঙ্গপাল দিল্লি-গুরুগ্রাম সীমান্তে ঢোকে। তবে এখনও অব্দি দিল্লিতে ঢুকতে দেখা যায়নি।
ভারতের ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন একটি নির্দেশিকা জারি করেছে।
সেখানে বলা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে পঙ্গপাল হানা দিয়েছে। এরা মূলত অনেকটা নিচ দিয়ে উড়ে যায়। বেশি ওপরে উঠতে পারে না।
তাই বিমান ওঠা-নামার সময় রানওয়ে চত্বরে তারা হানা দিলে অসুবিধার বিপদাশঙ্কা রয়েছে। কিছুদিন ধরেই পঙ্গপালের হানায় জেরবার বেশ একটি রাজ্য।
এবার কাঁপছে দিল্লি।
রাজস্থানের প্রায় ২১ টি জেলা, মধ্যপ্রদেশের ১৮ টি জেলা, গুজরাটের ২ টি জেলা এবং পাঞ্জাবের একটি জেলায় এখনও পর্যন্ত পঙ্গপাল নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে। পাকিস্তানের বালুচিস্তান থেকে এপ্রিলের মাঝামাঝি সময়ে রাজস্থানে পঙ্গপাল আক্রমণ করেছিল।