উজবেকিস্তান দিল আশ্চর্যজনক এক ঘোষণা। পর্যটক বাড়াতে এ করোনা মহামারির সময়ে দেশটির ঘোষণা চমকে যাওয়ার মতোই বটে।
যদি সেখানে ঘুরতে গিয়ে কেউ করোনায় আক্রান্ত হন তবে তিনি পাবেন তিন হাজার মার্কিন ডলার।
সম্প্রতি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শ্যাভক্যাত মিরজিয়য়েভ এমন একটি আদেশে সই করেছেন।
করোনইয়ভাইরাস মহামারির এ সময়ে পর্যটক টানতে উজবেকিস্তানের এ উদ্যোগ বেশ আলোচনার জন্ম দিয়েছে।
দেশটিতে ভ্রমণ করতে গেলে কেউ আক্রান্ত হবে না এমন আত্মবিশ্বাস থেকে এ ঘোষণা। খবর ইনসাইডার ডট কমের।
উজবেকিস্তানের মোট জনসংখ্যা তিন কোটি ৩০ লাখ। সঠিক সময়ে কঠোর লকডাউন আরোপ করার ফলে দেশটিতে করোনায় মাত্র ১৯ জনের মৃত্যু হয়েছে। কম মৃত্যুর কারণে আত্মবিশ্বাস থেকে ‘সেফ ট্রাভেল গ্যারান্টেড’ ক্যাম্পেইন শুরু করেছে দেশটি। এর আওতায় কেউ যদি দেশটিতে ভ্রমণে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন তবে তিনি ৩ হাজার মার্কিন ডলার পাবেন।