যান্ত্রিক ক্রটির কারণে মালদিভিয়ান এয়ারলাইন্সের একটি ফাইটের যাত্রা বাতিল করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তবে আজ শনিবার সকাল ৮টায় ভারতের চেন্নাইয়ের উদ্দেশে ফাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।
গতকাল শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাই না যেতে পারা একাধিক যাত্রী টেলিফোনে বলেন, বিকেল ৫টা ১০ মিনিটে মালদিভিয়ান (ফাইট নম্বর-কিউ-২-০৫৫১) এয়ারলাইন্সের ফাইটটি ভারতের চেন্নাই হয়ে মালদ্বীপ যাওয়ার কথা ছিল। কিন্তু আকাশে ওঠার আগেই যান্ত্রিক ক্রটি ধরা পড়ে। অনেক চেষ্টার পরও উড্ডয়নযোগ্য না করতে পারায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ ফাইট বাতিল করার সিদ্ধান্ত নেয়। এরপর ওই ফাইটের ১৮৪ জন যাত্রীকে খাবারের ব্যবস্থা করা ছাড়াও রাতে তাদের নিকুঞ্জের প্লাটিনাম হোটেল ও উত্তরার ডাবল ট্রি হোটেলে থাকার ব্যবস্থা করে। ফাইট বিলম্বের কারণে কোনো যাত্রী বিমানবন্দরে হইচই করেননি বলেও তারা জানান।