রাজস্ব আয় ২০ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা

Passport Office_0যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস গত দেড় বছরে ৩৫ হাজার ৯২০টি পাসপোর্ট বই ইস্যু করেছে। এ থেকে সরকার রাজস্ব আয় করেছে ২০ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা। পাঁচদিনব্যাপী সেবা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার এসব তথ্য জানান কর্মকর্তারা।

যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক নাজমুল আহসান হাবিব জানান, ২৪ থেকে ২৮ এপ্রিল পাসপোর্ট সেবা সপ্তাহ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ১০টি জেলায় ১০টি পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন করে এই সেবার ঘোষণা দেন। তিনি বলেন, আমরা জরুরী ফি ৬ হাজার ৯শ’ নিয়ে ৭ কর্মদিবসে এবং সাধারণ বই ৩ হাজার ৪৫০ টাকা ফি নিয়ে ১৫ কর্মদিবসে গ্রাহকদের পাসপোর্ট দিয়ে থাকি। বর্তমান নিয়মানুযায়ী সরকারী কর্মকর্তাদের পাসপোর্ট নিতে হলে স্ব স্ব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এনওসি প্রদর্শন থাকতে হবে। না থাকলে তারা পাসপোর্ট পাবেন না।

গত দেড় বছরে যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস ২০ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা রাজস্ব আয় করেছে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে এক হাজার ৫৭২টি পাসপোট ইস্যু করে রাজস্ব আয় হয়েছে এক কোটি ১৯ লাখ ৯৭ হাজার টাকা, ফেব্রুয়ারি মাসে এক হাজার ৫৭১টি পাসপোট ইস্যু করে রাজস্ব আয় হয়েছে এক কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকা ও মার্চ মাসে এক হাজার ৪শ’টি পাসপোট ইস্যু করে রাজস্ব আয় হয়েছে এক কোটি ৭১ লাখ ৩ হাজার টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.