করোনার প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর লন্ডন থেকে সরাসরি ফ্লাইট অবতরণ করলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে ১১৬ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেট বিমানবন্দরে অবতরণ করে।
যাত্রীদের মধ্যে ৬৫ জন সিলেটের, ৫১ জন ঢাকার।
বিমানটি প্রায় ১ ঘণ্টা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থানের পর ঢাকায় উদ্দেশে ছেড়ে যায় বলে জানিয়েছেন বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার।
তিনি এও জানান, সিলেট থেকে আরও ৩৪ জন যাত্রী এ ফ্লাইটে করে ঢাকায় গেছেন।