বাংলাদেশ বিমানের টিকিট নিয়ে জটিলতা নিরসনের তাগিদ

মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের বিমান টিকিট প্রাপ্তিতে জটিলতা, হয়রানি ও অব্যবস্থাপনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে প্রবাসীদের বিশেষ ব্যবস্থাপনায় কর্মস্থলে যেতে টিকেট প্রাপ্তি নিশ্চিত ও প্রয়োজনে বিমানে বিশেষ ফ্লাইটের চালুর দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম।

সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন (ক্যাব) চট্টগ্রাম।

করোনাভাইরাসে লকডডাউন খোলার পর মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে প্রবাসীদের কর্মস্থল ও ব্যবসা বাণিজ্য শুরু হলে পুনরায় ফেরত যেতে বিমানের টিকিট নিয়ে কৃত্রিম সংকট শুরু করে একটি মহল।
বাংলাদেশ থেকে বিমানের বিভিন্ন রুটে দীর্ঘদিন বন্ধ থাকার পর বিমান চলাচল শুরু হয়।
বর্ধিত দামে এবং রির্টান টিকিট কিনেও টিকেট পেতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসীরা।

বাংলাদেশ বিমানের টিকিট বিক্রয় নিয়ে নানা অনিয়ম ও অভিযোগ থাকার পরও এ সমস্ত অনিয়ম ও দুর্নীতি বন্ধে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কার্যত কোন ব্যবস্থা গ্রহণে সক্ষম হয়নি।
যার খেসারত দিতে হচ্ছে প্রবাসী শ্রমিক ও রেমিটেন্স যোদ্ধাদের।
যা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়, বিমানের টিকেট নিয়ে রেমিটেন্স যোদ্ধাদের ভোগান্তি জাতীয় অর্থনীতির জন্য শুভকর নয় এবং প্রবাসীদের সমস্যাগুলো দ্রুত সমাধান না করলে জনমনে ক্ষোভ বাড়তে পারে।

ক্যাব নেতৃবন্দ ক্ষোভ প্রকাশ করে প্রবাসীদের নির্দিষ্ট সময়ে তাদের কর্মস্থলে পুনরায় ফেরত যেতে প্রয়োজনে বিশেষ বিমান ফ্লাইট চালু, অতিরিক্ত যাত্রী পরিবহনের সুবিধা নিশ্চিতসহ টিকিট প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানান।
বিমান টিকিট নিয়ে বিমান বাংলাদেশের লুকোচুরি, অব্যবস্থাপনা ঈদ ও কোরবানির সময় গণপরিবহনের টিকিট উদাওকে হার মানিয়েছে।
দেশের রেমিটেন্স যোদ্ধারা, যারা দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে তাদের প্রতি এ ধরনের অমানবিক ও বিমাতাসুলভ আচরণ খুবই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.