সৌরশক্তি চালিত পরীক্ষামূলক বিমান সোলার ইম্পালস-২ সোমবার থেকে আবার যাত্রা শুরু করতে যাচ্ছে। দূষণমুক্ত জ্বালানি প্রযুক্তির প্রতি বিশ্বের মনোযোগ আকর্ষণের লক্ষ্যে বিমানটি বিশ্বভ্রমণ করছে।
আয়োজকরা এ কথা জানিয়েছেন।
তারা বলেছেন, বিমানটির চালক আন্দ্রে বোর্শবার্গ গ্রিনিচ মান সময় ১২টায় যাত্রা শুরু করবেন। তিনি ‘অনুকূল আবহাওয়ার’ সুযোগ নিয়ে মোজাভ ডেজার্ট থেকে অ্যারিজোনার ফিনিক্স গুডইয়ার বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দিবেন। তিনি এ সময়ে প্রায় ১৬ ঘন্টা ভ্রমণ করবেন।
বিমানটি মাউন্টেন ভিউয়ে অবতরণ করার পর এক সপ্তাহ ধরে ক্যালিফোর্নিয়ায় রয়েছে।
সুইস অভিযাত্রী বার্টান্ড পিকার্ড হাওয়াই থেকে বিমানটিকে চালিয়ে ক্যালিফোর্নিয়ায় পৌঁছান।