কাতারে অবরোধ সরে যাচ্ছে, স্বস্তি প্রবাসীদের

তিন বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রত্যাহার হতে যাচ্ছে কাতারের ওপর আরোপিত সৌদি জোটের অবরোধ।
এতে, স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
সন্ত্রাসবাদে সমর্থন ও অর্থায়নের অভিযোগ এনে ২০১৭ সালে ৫ জুন দেশটির সঙ্গে সবধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রতিবেশী দেশগুলো।
অবশেষে কাতারের বিরুদ্ধে সৌদি জোটের অবরোধের অবসান ঘটতে যাচ্ছে।
আগামী কয়েক সাপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করা হবে এমনটা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
এমন খবরে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

মুসলিম দেশ হিসেবে সবার মধ্যেই ভ্রাতৃত্বের বন্ধন ফিরে আসবে বলে মনে করেন কমিউনিটির নেতারা।

সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগে এনে কাতারের সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব অমিরাত, বাহরাইন, মিসর তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
নিষেধাজ্ঞা জারি করে কাতার এয়ারওয়েজের উপরও।
কাতারের বিরুদ্ধে চার আরব দেশের অন্যায়ভাবে অবরোধের পর ইরান নিজেদের আকাশসীমা খুলে দেয়।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.