এমিরেটসের এ৩৮০ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে নতুন গন্তব্য

বর্ধিত যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে আমিরাতের বিমানসংস্থা এমিরেটস এয়ারলাইন আগামী ১৮ সেপ্টেম্বর থেকে দুবাই-মস্কো-দুবাই রুটে তাদের সর্বাধুনিক দ্বিতল এয়ারবাস এ৩৮০ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
প্রতি শুক্রবার ও শনিবার ফ্লাইটগুলো চলাচল করবে।
গত সপ্তাহেই এমিরেটস পুনরায় তাদের মস্কো ফ্লাইট শুরু করে।

এমিরেটসের এ৩৮০ নেটওয়ার্কে মস্কো হবে ৬ষ্ঠ গন্তব্য।
অন্যান্য গন্তব্যগুলো হলো লন্ডন হিথ্রো, টরন্টো, প্যারিস, গুয়ারঝু এবং কায়রো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.