বর্ধিত যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে আমিরাতের বিমানসংস্থা এমিরেটস এয়ারলাইন আগামী ১৮ সেপ্টেম্বর থেকে দুবাই-মস্কো-দুবাই রুটে তাদের সর্বাধুনিক দ্বিতল এয়ারবাস এ৩৮০ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
প্রতি শুক্রবার ও শনিবার ফ্লাইটগুলো চলাচল করবে।
গত সপ্তাহেই এমিরেটস পুনরায় তাদের মস্কো ফ্লাইট শুরু করে।
এমিরেটসের এ৩৮০ নেটওয়ার্কে মস্কো হবে ৬ষ্ঠ গন্তব্য।
অন্যান্য গন্তব্যগুলো হলো লন্ডন হিথ্রো, টরন্টো, প্যারিস, গুয়ারঝু এবং কায়রো।