নীল নদ থেকে ভ্যালি অব দ্যা কিং, মিশরের চোখ ধাঁধানো আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোতে নেই কোনো পর্যটক।
সেপ্টেম্বরে উন্মুক্ত করে দেয়ার পর এখানে মাত্র ১২ জনের একটি পর্যটক দল এসেছিলো ঘুরতে।
কয়েকজন পর্যটককে আবার শহরে ঘুরে বেড়াতেও দেখা যায়।
রহস্যে ঘেরা এই পিরামিডে বছরের পুরোটা সময় অনেক মানুষ ঘিরে থাকে প্রাচীন নিদর্শনের আশেপাশে। অথচ এখন গিজার মহাপিরামিডের সামনে মাত্র কয়েকজন পর্যটক ঘুরে বেড়ায়।
চলতি মাসে এ পর্যটন স্থান উন্মুক্ত করে দেয়ার পর মিশরের বিখ্যাত রেড সি রিসোর্টেও পর্যটক গেলো বছরের তুলনায় অনেক কম।
শূন্যতা কায়রোর খান আল খলিলি মার্কেটেও। অনেক দোকান এখনো বন্ধ হয়ে আছে।
আন্তর্জাতিক ফ্লাইট চালু আর পর্যটন স্থান উন্মুক্ত করে দেয়া হলেও শীতের পর্যটন মৌসুমটা বেশ কঠিন হবে বলে মনে করছেন এখানকার ব্যবসায়ীরা।