সিলেটের ট্রাভেল এজেন্টদের নিয়ে ‘এজেন্টস মিট’ করেছে দেশের প্রিমিয়াম ও সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। রোববার রাতে সিলেটের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সিলেটের প্রতিটি ট্রাভেল এজেন্সির মালিক ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নভোএয়ার এর মার্কেটিং এন্ড সেলস, কাস্টমার সার্ভিস ও রিজার্ভেশন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এতে নভোএয়ার বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে এজেন্সি কর্মকর্তাদের বিস্তারিত জানানো হয় এবং প্রোডাক্ট সম্মন্ধে এজেন্সি কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নভোএয়ার কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। দুই বিজয়ীকে নভোএয়ার এর যে কোনও গন্তব্যে ভ্রমনের জন্য একটি করে কাপল টিকেট দেয়া হয়।
নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, রাজশাহী এবং বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া আন্তর্জাতিক রুটে ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা প্রতি সপ্তাহে ৩টি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। শিগগিরই নেপাল ও ভারতের বিভিন্ন অঙ্গ রাজ্যে আন্তর্জাতিক নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ১৩৬০৩ অথবা ভিজিট করুন www.flynovoair.com