যাত্রী সংখ্যা বৃদ্ধি ও জ্বালানি খরচ কমে যাওয়ায় এমিরেটসের নিট মুনাফা ৫৬ শতাংশ বেড়েছে। তবে মার্কিন ডলারের শক্তিশালী মানের কারণে দুবাইভিত্তিক উড়োজাহাজ সংস্থাটির আয়ের ওপর প্রভাব পড়ছে। খবর এএফপি।
এমিরেটসের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, এমন বেশির ভাগ দেশের মুদ্রার মান ডলারের বিপরীতে দুর্বল হয়ে পড়েছে। আর এ কারণেই তাদের আয় ৪ শতাংশ কমে ২ হাজার ৩২০ কোটি ডলারে পৌঁছেছে। তবে যাত্রী সমাগম বেশি থাকায় নিট মুনাফার দিক থেকে এগিয়ে রয়েছে সংস্থাটি।
২০১৫-১৬ অর্থবছরে ১৯০ কোটি ডলারের নিট মুনাফা হয়েছে বলে জানিয়েছে এমিরেটস। এ সময় মধ্যপ্রাচ্যের বৃহত্তম উড়োজাহাজ সংস্থাটির মাধ্যমে ৫ কোটি ১৯ লাখ যাত্রী বিভিন্ন গন্তব্যে ওঠানামা করেছে।
২৮ বছর ধরে মুনাফায় থাকার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন এমিরেটস প্রধান শেখ আহমেদ বিন সাইদ আল-মাকতুম। পাশাপাশি তিনি ডলারের শক্তিশালী অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, মুদ্রাবাজারের অস্বাভাবিক অবস্থা আমাদের আয় ও মুনাফার ওপর প্রভাব ফেলবে।
আরও খবর