ইউএস বাংলার প্রথম আন্তর্জাতিক ফ্লাইট শুরু আজ

download (1)প্রথম আন্তর্জাতিক গন্তব্য হিসেবে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট শুরু করছে বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আজ থেকে এ রুটে এয়ারলাইনটির উড়োজাহাজ চলাচল শুরু হচ্ছে বলে ইউএস-বাংলা এয়ারলাইনস সূত্রে জানা গেছে।

জানা গেছে, আজ বেলা দেড়টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে এ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রধান অতিথি হিসেবে ফ্লাইটটির উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। উদ্বোধনীর সূচনা বক্তব্য রাখবেন ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আরো বক্তব্য রাখবেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সচিব।

এ প্রসঙ্গে আব্দুল্লাহ আল মামুন জানান, বাংলাদেশী পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিমালয়কন্যা নেপাল। বিষয়টি বিবেচনা করে কাঠমান্ডুতে প্রথম আন্তর্জাতিক ফ্লাইটের গন্তব্য রাখা হয়েছে। প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন অর্থাত্ রবি, মঙ্গল ও বুধবার এ রুটে ফ্লাইট চলাচল করবে।

জানা গেছে, কানাডিয়ান বোম্বারডিয়ার তৈরি ৭৮ আসনের ড্যাশ-৮ কিউ ৪০০ সিরিজের উড়োজাহাজ দিয়ে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস। বর্তমানে এয়ারলাইনটির বহরে রয়েছে তিনটি ড্যাশ-৮ কিউ ৪০০ সিরিজের উড়োজাহাজ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.