আরব আমিরাত এবার ইসরাইলে দূতাবাস স্থাপন করছে

ইসরাইলে নিজেদের দূতাবাস স্থাপন করছে আরব আমিরাত

রোববার (২৪ জানুয়ারি) দেশটির মন্ত্রিসভার সিদ্ধান্তের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন প্রকাশ করেছে।

আমিরাতের সরকারি সূত্রে জানা যায়, আবুধাবি ইসরাইলের হাইফা অথবা নাসরত শহরে কনস্যুলেট স্থাপন করতে পারে যা একই সাথে দূতাবাস হিসেবে ব্যবহৃত হবে।

গত বছরের ১৩ আগস্ট ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের লক্ষে চুক্তির ঘোষণা দেয়ার পর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর দুই দেশের মধ্যে টেলিফোন সংযোগ ও নিয়মিত বিমান চলাচল চালুরও ঘোষণা দেওয়া হয়।

প্রথম আরব দেশ হিসেবে ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে ভিসামুক্ত ভ্রমণ চুক্তি রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। আমিরাতের নাগরিকরা ভিসা ছাড়াই ইহুদি রাষ্ট্রটিতে ভ্রমণ করতে পারেন।

আমিরাতের কর্তৃপক্ষ দেশটির হোটেলগুলোতে ইহুদিদের খাবারের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে। আবুধাবির সব হোটেলের প্রতি এ সংক্রান্ত সরকারি নির্দেশনা জারি করা হয়।

সূত্র : ইয়েনি শাফাক

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.