তুরস্কের ইস্তাম্বুল শহরে আয়া সোফিয়া মসজিদ দেখতে পর্যটকের ভিড়

তুরস্কের ইস্তাম্বুল শহরের ঐতিহ্যবাহী আয়া সোফিয়া মসজিদ তুষারে তুষারে সফেদ হয়েছে। যেন প্রকৃতিই মসজিদটিকে সাজিয়েছে নতুন করে। শুভ্রতার চাদরে আয়া সোফিয়ার চারপাশ ছেয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে যেন এক স্বর্গীয় আবহ। আর সে সৌন্দর্য্য উপভোগ করতে ভিড় করছেন দেশি বিদেশি পর্যটকরা।

সম্প্রতি জাদুঘর থেকে মসজিদে রূপান্তর হওয়া বিখ্যাত এই স্থাপনাটির সৌন্দর্য যেন কয়েকগুন বাড়িয়ে দিয়েছে সাম্প্রতিক তুষারপাত। তুষারের শুভ্র চাদরে ছেয়ে গেছে তুরস্কের ঐতিহ্যবাহী আয়া সোফিয়া মসজিদের ছাদ, দেয়াল আর গম্বুজ। তুষার ঢাকা এ মসজিদসহ গোটা ইস্তাম্বুলের সৌন্দর্য্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় ও বিদেশি পর্যটকরা।

এক পর্যটক বলেন, ‘খুবই ভালো লাগছে। আয়া সোফিয়া এখন মসজিদে পরিণত হয়েছে। কি যে অপরূপ লাগছে দেখতে। এই ইস্তাম্বুলের সৌন্দর্য সামনা সামনি না দেখলে কথায় বা বর্ণনায় বোঝানো যাবে না।’

ইস্তাম্বুলের তাপমাত্রা চলতি সপ্তাহে হিমাঙ্কের তিন ডিগ্রি নিচে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তাই তুষারে আচ্ছাদিত আয়া সোফিয়ার নান্দনিক সৌন্দর্য আরও কিছুদিন উপভোগের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.