সার্চ ইঞ্জিন গুগল ডুডলে ‘বাংলা নববর্ষ’

সার্চ ইঞ্জিন গুগল বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে নতুন ডুডল প্রকাশ করেছে।

গুগলের হোমপেজে গেলেই বুধবার (১৪ এপ্রিল) চোখে পড়ছে পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার জন্য বানানো হচ্ছে বাঘের মুখোশ ও বিভিন্ন প্রতিকৃতি। লাল, নীল, সাদা রঙ তুলির ছোঁয়ায় আরও ফুটিয়ে তোলা হচ্ছে বাঘের চোখ। তারই অ্যানিমেটেড রূপ গুগলের সার্চ বারে শোভা পাচ্ছে।

গুগলের হোম পেজে দেখানো বিশেষ লোগো হচ্ছে এই ডুডল। বিশেষ কোনো দিন কিংবা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল।

শুধু বাংলাদেশ থেকেই গুগলের দেখানো ম্যাপ অনুযায়ী নববর্ষের ডুডলটি দেখা যাচ্ছে। গত বছরেও গুগল পয়লা বৈশাখের ডুডল তৈরি করেছিল। ওই ডুডলে প্রতীকী রঙিন হাতি তুলে ধরেছিল গুগল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.