কঠোর লকডাউনে প্রবাসী কর্মীদের কর্মস্থলের বিষয়টি মাথায় রেখে গত শনিবার থেকে সৌদি, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে প্রতি সপ্তাহে শতাধিক বিশেষ ফ্লাইট পরিচালনার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
প্রবাসী কর্মীদের জন্য পাঁচটি দেশে যেতে বিশেষ ফ্লাইট চালু করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
কিন্তু সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কাতারে এরই মধ্যে একাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করা হলেও সিঙ্গাপুরে একটিও বিশেষ ফ্লাইট চালু করা হয়নি।
পুরনো শিডিউল অনুযায়ী চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট।
শুধু বিশেষ ফ্লাইটের জন্য সংশ্লিষ্ট দেশ থেকে অনুমোদন নেয়া হয়েছে।
পুরনো শিডিউলে বিমানের কোনো ফ্লাইট না পড়ায় উৎকণ্ঠায় ছিলেন সিঙ্গাপুরগামী যাত্রীরা।
তবে সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে আজ থেকে সিঙ্গাপুরে চালু হতে যাচ্ছে বিমানের বিশেষ ফ্লাইট।