মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশ থেকে আগত প্রবাসীদের সরকারি ব্যবস্থাপনায় ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের পরিবর্তে পাঁচ দিনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় আন্তঃমন্ত্রণালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ভার্চুয়াল ওই সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ছাড়াও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, লকডাউন চলাকালে বিশেষ ফ্লাইটে বিদেশফেরতদের চাপ বাড়ছে।
অনেকেই হোটেলে থাকতে চান না। তারা সরকারি কোয়ারেন্টিন সেন্টারে যেতে চান।
ফলে যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
তাই কোয়ারেন্টিনের সময় ১৪ দিনের বদলে পাঁচ দিন করার চিন্তা করা হচ্ছে।
একই সঙ্গে ঘোষণা করা হয়, প্রবাসীরা সরকারি কোয়ারেন্টিন সেন্টারের পাশাপাশি চাইলে সরকার নির্ধারিত হোটেলেও কোয়ারেন্টিনে থাকতে পারবেন।