চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান চিন্তার কারণ হবে আমেরিকার

চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে-২০তে সফলভাবে বৈদ্যুতিক ওয়ারফেয়ার স্থাপন করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান জে-২০ হবে আমেরিকার দুঃস্বপ্নের কারণ।

পঞ্চম প্রজন্মের পাইলটবিহীন যুদ্ধ বিমানের বিষয়টি আলোচনায় বহু দিন থেকেই। জল্পনা-কল্পনা এবার সত্যি হতে যাচ্ছে। সমরাস্ত্রে আমেরিকা-রাশিয়া এবং চীনের লড়াই সবসময়ই চলে। চীনা জে-২০ বিমানটি সেই প্রতিযোগিতায় যেন নতুন করে ঘি ঢাললো। নতুন প্রযুক্তির যুদ্ধবিমানটি হামলার কাজে নিজের নিয়ন্ত্রণে থাকা কিছু ড্রোনও ব্যবহার করবে। যা শত্রু পক্ষের জন্য প্রকৃতপক্ষে দুঃস্বপ্ন’ হবে।

চীনা সংবাদ মাধ্যমের বরাত রাশিয়ান বার্তা সংস্থা স্পুৎনিক বলছে, পাইলবিহীন বিমান বা ড্রোনগুলো শত্রু পক্ষের বিমানগুলোকে বিভ্রান্ত করবে। পাশাপাশি ক্ষুদ্রাকৃতির ড্রোন শত্রু পক্ষের গোপন তথ্য সংগ্রহের পাশাপাশি হামলাও চালাতে পারবে।

জে-২০ যুদ্ধবিমানে রুশ ইঞ্জিন বদলিয়ে চীনা ইঞ্জিন বসানো হবে। এছাড়াও বেশকিছু প্রযুক্তিগত সংযোজন বিয়োজন হতে পারে। প্রতিরক্ষা খাতে গোপনীয় রক্ষার্থে জি-২০ সম্পর্কে এর বেশি বেশি তথ্য জানায়নি দেশটির গণমাধ্যম।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.