সেনা প্রত্যাহারের মধ্যেই আফগানিস্তানে বিমানঘাঁটিতে হামলা

রোববার আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মধ্যেই দেশটির গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক বিমানঘাঁটিতে হামলা হয়েছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানে ‘সীমাহীন যুদ্ধ’র অবসান ঘটানোর ঘোষণা দিয়েছেন। তারই আলোকে গত শনিবার থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র সনি লেগেট এক টুইটার পোস্টে নিশ্চিত করেছেন যে, আজ (রোববার) কান্দাহার বিমানঘাঁটি পরোক্ষ হামলার শিকার হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিংবা সম্পত্তির কোনো ক্ষতি হয় নি। যে রকেট দিয়ে হামলা চালানো হয় তা মার্কিন সেনারা ধ্বংস করেছে। সনি লেগেট বলেন, তালেবান যদি আবার সহিংসতার দিকে ফিরে যায় তাহলে তা হবে অত্যন্ত দুঃখজনক।

কান্দাহার বিমানঘাঁটিতে হামলার কথা পুলিশ কর্মকর্তা শরিফুল্লাহ সাতাইব নিশ্চিত করে বলেছেন, দুটি রকেট ছোঁড়া হয়েছে তবে বিমানঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি হয় নি।

মার্কিন ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান হতে আড়াই থেকে সাড়ে তিন হাজার মার্কিন সেনা ও সাত হাজার মতো ন্যাটো সেনা প্রত্যাহার করা হবে।

সুত্রঃ পার্সটুডে

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.