আকাশসেবা মুনাফায় প্রবৃদ্ধির পূর্বাভাসচলতি বছর বিশ্বজুড়ে আকাশসেবা শিল্পে মুনাফা প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে আশা করা হচ্ছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন তাদের প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে। প্রতিবেদন অনুযায়ী ২০১৬ সালে আকাশ পথে যোগাযোগ খাতে ২ হাজার ৯৪০ কোটি ডলার মুনাফা অর্জিত হতে পারে। ২০১৫ সালে এ খাতে মুনাফা ছিল ৩ হাজার ৫০০ কোটি ডলার। জ্বালানি নি¤œমূল্য এ প্রবৃদ্ধিতে বিশেষ সহায়ক হিসেবে কাজ করছে। তবে মুনাফা বাড়লেও, চলতি বছর আকাশসেবা খাতে সার্বিক প্রবৃদ্ধি ও যাত্রী চাহিদা কমতে পারে। ২০১৬ সালে খতটির প্রবৃদ্ধি দাঁড়াবে ৬ দশমিক ২ শতাংশ। যা ২০১৫ সালে ৭ দশমিক ৪ শতাংশ। চলতি বছর এ খাতে রাজস্ব ৭০ হাজার ৯০০ কোটি ডলারে উন্নীত হবে। উড়োজাহাজ চলাচল শিল্পে টানা পঞ্চম মাসের মতো চলতি বছরে মুনাফার অগ্রযাত্রা অব্যাহত থাকবে। মোট মুনাফার অর্ধেকের বেশি আসবে উত্তর আমেরিকার এয়ারলাইন্সগুলো থেকে। এয়ারলাইন্সগুলোর অগ্রাযাত্রায় যাত্রী ধারনের বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিটি ফ্লাইটে গড়ে কত শতাংশ আসন পূর্ণ হয় তার ভিত্তিতে প্যাসেঞ্জারস লোড হিসাব করা হয়। সাম্প্রতিক সময়ে যাত্রী পরিবহনের আনুপাতিক হার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।
আরও খবর