টর্নেডোর ভয়ংকর ছোবলে চীনে নিহত ১২

চীনে পরপর দুটি ভয়ংকর টর্নেডোর আঘাতে অন্তত ১২ জন নিহত হয়েছেন।

চীনের সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা টর্নেডোর কবলে পড়ে আহত হয়েছেন আরও তিন শতাধিক মানুষ।

স্থানীয় সরকারের কর্মকর্তারা জানান, চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ের রাজধানী শহর উহানে ছয় জন এবং চীনের উত্তরাঞ্চলীয় জিয়াংশু প্রদেশের ছোট শহর শেংঝেতে আরও ৬ জন টর্নেডোর আঘাতে প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (১৪ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে শেংঝেতে প্রথম টর্নেডোটি আঘাত হানলে কারখানার ভবন ধস এবং বিদ্যুতিক স্থাপনা ব্যপক ক্ষতিগ্রস্ত হয়। শহর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় এতে ৬ জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছে।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে শিনহুয়া জানায়, রাত পৌনে ৯টার দিকে ঘণ্টায় ৮৬ কিলোমিটার গতিবেগে দ্বিতীয় টর্নেডোটি উহানে আঘাত হানে।এতে প্রায় ২৭টি বাড়ি ধসে গেছে, আরও ১৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। টর্নেডোর কবলে ৬ জন নিহত ও ২১৮ জন আহত হয়েছেন উহানে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.