আন্তর্জাতিক ডেস্ক, এভিয়েশন নিউজের:
কাতার এয়ারওয়েজের কার্গো সেবা বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক এয়ার কার্গো সেবার অন্যতম।
এবার কাতার এয়ারওয়েজ আন্তর্জাতিক পুরষ্কার জিতে তার মুকুটে আরও একটি পালক যুক্ত করেছে।
কাতার এয়ারওয়েজ কার্গো ওয়ার্ল্ড এয়ার কার্গো পুরষ্কারে ‘কার্গো এয়ারলাইন অফ দ্য ইয়ার ২০২১’ পুরস্কার পেয়েছে।
চলমান করোনভাইরাস মহামারীর কারণে চলতি মাসের শুরুর দিকে বিশ্ব এয়ার কার্গো পুরষ্কারটি কার্যত ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে হয়েছেছিলো।