ভুটানে ছড়িয়ে পড়েছে আফ্রিকান ‘সোয়াইন ফিভার’ রোগ।
ভুটানে শুকরের দেহে এ ভাইরাসের জীবাণু ধরা পড়েছে।
এই ভাইরাস শুকরের দেহ থেকে দ্রুতই মানুষের শরীরেও ছড়িয়ে পড়ার শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।
গত ২৮ মে ভুটানের পক্ষ থেকে ভারতকে এ বিষয়ে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।
চিঠিতে ভুটানের স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়, ভারত-ভুটান সীমান্তের আলিপুরদুয়ারের জয়গাঁ এলাকায় আফ্রিকান সোয়াইন ফিভার ছড়িয়ে পড়েছে।
ওই এলাকার ভুটান অংশে বেশ কয়েকটি খামারে ব্যাপকভাবে শুকর সোয়াইন ফিভারে আক্রান্ত হয়েছে।
সীমান্তের ওই এলাকায় ভারতকেও টিকা দেয়াসহ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে অবগত করে ভুটান।