বিনামূল্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে করোনার ৭০ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ার কয়েকটি দেশ।
বৃহস্পতিবার (০৩ জুন) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক টিকা বণ্টন পরিকল্পনা প্রকাশ করেন।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আমরা এসব টিকা বণ্টন করছি জীবন বাঁচাতে এবং এই মহামারির ইতি টানার ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিতে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে আট কোটি ডোজ টিকা বণ্টনের পরিকল্পনা নিয়েছে। আগামী জুলাইয়ের আগেই এসব টিকা সরবরাহ করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় এসব টিকার ৭৫ শতাংশ বণ্টন করা হবে। কোভ্যাক্সের আওতায় টিকা প্রাপ্তির অগ্রাধিকার তালিকায় রয়েছে দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল।
যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী, প্রথম চালানের আড়াই কোটি ডোজ টিকার ৭০ লাখ যাবে এশিয়ায়। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচ দেশ বাংলাদেশ, ভারত, নেপাল, আফগানিস্তান ও ভিয়েতনাম অগ্রাধিকার পাবে।
৬০ লাখের মতো টিকা যাবে দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে। এসব অঞ্চলে অগ্রাধিকার পাবে ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, কোস্টারিকা ও হাইতি। ৫০ লাখ ডোজ টিকা সংরক্ষিত থাকবে আফ্রিকার জন্য।
বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, আফ্রিকান ইউনিয়নের সহযোগিতায় এসব টিকা বণ্টন করা হবে।
সুলিভান আরও জানান, বাকি প্রায় ৬০ লাখ টিকা এমন সব দেশে সরাসরি বণ্টন করা হবে, যেখানে মহামারি আবারও নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। এর পাশাপাশি প্রতিবেশী কানাডা ও মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া, ইউক্রেন, গাজা ও ইরাকের মতো অংশীদার গ্রাহকেরা টিকা পাবে বলে।