চলতি বছরের প্রথম ছয় মাসে দুবাইয়ে বিভিন্ন দেশের ২ হাজারেরও বেশি অমুসলিম নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
আরব আমিরাতে মোহাম্মদ বিন রাশেদ সেন্টার ফর ইসলামিক কালচার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুসারে, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২০২৭ জন অমুসলিম ইসলামের পতাকা তলে শামিল হয়েছেন।
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল ক্রিয়াকলাপ বিভাগের (আইএসিএডি) আওতাধীন এই কেন্দ্রটি নও মুসলিমদের ইসলামের সহনশীল নীতিগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং সামাজিক, শিক্ষামূলক এবং ধর্মীয় সহায়তা প্রদান করে।