‘কাতার এয়ারওয়েজ’ বিশ্বের সেরা বিমানসংস্থা

করোনা মহামারির প্রভাব পড়েছে বিমান পরিবহন ব্যবস্থাতেও।
বিশ্বের অনেক দেশে এখনো করোনা বিধিনিষেধ মেনে সীমিত সংখ্যক যাত্রী পরিবহন করতে হচ্ছে।
এর মাঝেই চলমান ২০২১ সালের বিশ্বের সেরা এয়ারলাইন্সের খেতাব জিতেছে কাতার এয়ারওয়েজ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন`র প্রতিবেদনে বলা হয়, এয়ারলাইন্সরেটিং.কমের প্রকাশিত সর্বশেষ রেটিংয়ে এয়ার নিউজিল্যান্ডকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে কাতার এয়ারওয়েজ। এর আগে তারা ছয় বার তালিকায় শীর্ষে ছিল।

তালিকায় দ্বিতীয় স্থানে এয়ার নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার কোয়ান্টাস, পঞ্চম স্থানে দুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স, ৬ষ্ঠ স্থানে ক্যাথে প্যাসিফিক, সপ্তম স্থানে ভার্জিন আটলান্টিক, অষ্টম স্থানে ইউনাইটেড এয়ারলাইন্স, নবম স্থানে ইভা এয়ার ও দশম স্থানে ব্রিটিশ এয়ারওয়েজ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.