ইয়াসিন বিন খাইর, কায়রো, মিশর থেকে : লোহিত সাগরের তীরে চমৎকার সমুদ্র পৃষ্ঠ, পেছনে রুমা পাহাড়ের (রকি হিল) সারি সব মিলিয়ে এক মোহনীয় সুন্দর জায়গা মিসরের অবকাশ কেন্দ্র শার্ম আল শেখ। চারদিকে ক্যাফে, ক্লাব, হোটেল দেখে বুঝা যায় এটা পর্যটকদের জন্যই গড়ে তোলা জায়গা।
তবে এই জায়গায় পর্যটকদের সংখ্যা এখন অনেক কমে গেছে। মিসরের সিনাইতে রুশ পর্যটকবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে ২২৪ জন আরোহী নিহত হওয়ার পর থেকে দেশটির পর্যটন শিল্প এখন বড় সংকটে আছে।
কারিগরি ক্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছিল নাকি মধ্য আকাশে বোমা দিয়ে ধ্বংস করা হয়েছে তদন্ত সংস্থা সেই প্রশ্নের মিমাংসা এখনো করতে পারেনি। কিন্তু এটি একটি সন্ত্রাসবাদী হামলা ছিল, এমন সন্দেহের ভিত্তিতে পর্যটদের মিসরে না যাওয়ার পরামর্শ দিচ্ছে অনেক দেশ। আর এর প্রভাব পড়েছে এই পর্যটন কেন্দ্র শার্ম আল শেখে এবং হুরগাদতেও। সন্ত্রাসবাদী এলাকাতে রুশ বিমান বিধাবস্থ হয়েছে এমন সন্তেহের প্রভাব পড়তে শুরু করেছে পর্যটন ব্যবসায়ও। এতে এই এলাকায় পর্যটক আসায় ভাটা পড়েছে। অনেকে ভয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। পশ্চিমা দেশগুলো থেকে হাজার হাজার পর্যটক এরই মধ্যে মিসর থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। ব্রিটেন আর রাশিয়ার উইন্ড বিচে পর্যটকদের জন্য চলছে পার্টি।
কিন্তু শার্ম আল শেখের সাগর তীরে রোদ পোহানোর জন্য সাজিয়ে রাখা খাটগুলো ফাঁকা পড়ে আছে। সংকটটা কত বড় এ থকেই স্পষ্ট বোঝা যায়। বছরের এই সময়টাতে এখানে পর্যটকে গিজগিজ করার কথা। কিন্তু সাগর তীরে শুন্যতা ভরাচ্ছে কেবল সঙ্গীতের মধ্য দিয়ে।
আরও খবর