হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে আসা স্যামসাং ফোনের একটি চালান থেকে মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা পড়েন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মচারী। পরে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।
মঙ্গলবার দিবাগত রাতে বিমানবন্দরের আমদানি কার্গোতে চুরির সময় এ ঘটনা ঘটে। বিমানের ওই কর্মচারীর নাম আব্দুর রাজ্জাক লিমু।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার জানান, আমদানি কার্গো থেকে লাগেজ কেটে স্যামসাং মোবাইল চুরির সময় তাকে হাতেনাতে ধরা হয়েছে। চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট আদালত।