কাতারের সাথে ভারতীয় তিন শহরের ফ্লাইট শুরু

কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে ভারতীয় তিন শহরের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়েছে।
গো ফার্স্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে যে, বৃহস্পতিবার থেকে মুম্বাই এবং দোহার মধ্যে সপ্তাহে চারবার সরাসরি ফ্লাইট পরিচালিত হয় এবং যাত্রীরা সপ্তাহে দুবার কোচি-দোহা-কোচি এবং কান্নুর-দোহা-কান্নুর রুটে ভ্রমণ করতে পারবে। -টাইমস অব ইন্ডিয়া

এর আগে গো ফার্স্ট এক বিজ্ঞপ্তিতে বলেছে যে, অতি স্বল্পমূল্যের এয়ারলাইন গো ফার্স্ট, যা আগে গো এয়ার নামে পরিচিত ছিল, এটি বৃহস্পতিবার থেকে কাতারের দোহার সাথে তিনটি ভারতীয় শহর-মুম্বাই, কোচি এবং কান্নুরের সাথে ফ্লাইট শুরু করবে।

গো ফার্স্টের প্রধান নির্বাহী কর্মকর্তা কৌশিক খোনা বলেন, আমি বিশ্বাস করি উপসাগরীয় অঞ্চলে আমাদের কার্যক্রমে একটি ব্যতিক্রমী সাড়া পেয়েছে এবং দোহার সাথে ফ্লাইট চালু করা আমাদের প্রবৃদ্ধি বিষয়ক পরিকল্পনার অংশ।
তিনি বলেন, কাতার এবং ভারত সবসময় বন্ধুত্ব, ব্যবসা এবং কূটনীতির উপর নির্মিত একটি বিশেষ বন্ধনে অংশীদার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.