সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে আগুন

fire-BG20160627092035সিঙ্গাপুর এয়ারলাইন্সের (এসআইএ) একটি ফ্লাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পাইলটের দক্ষতায় প্রাণে বেঁচে গেছেন এর ২৪১ আরোহী।

এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ইঞ্জিন থেকে তেল সংক্রান্ত সর্তক বার্তা পাওয়ার পর ইতালির মিলান অভিমুখী এয়ারলাইন্সটির বোয়িং ৭৭৭-৩০০এআর নিয়ে ফিরতি পথ ধরেন এর পাইলট। কিন্তু সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর এর ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়।

তবে কোনো ধরনের সমস্যা ছাড়াই ফ্লাইটের ২২২ যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়। এরপর অন্য একটি ফ্লাইটে তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.