ঈদের আগে ও পরে আবারো বিমানের অভ্যন্তরিন রুটে ভাড়া কমল। ঈদের আগে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত বরিশাল ঢাকা, সৈয়দপুর ঢাকা, রাজশাহী ঢাকা, যশোর ঢাকা রুটে বিমানের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ২ হাজার টাকা। এছাড়া চট্টগ্রাম ঢাকা ও সিলেট ঢাকা রুটে ভাড়া ধরা হয়েছে যথাক্রমে ২৫০০ ও ২৩০০ টাকা। বিমান সুত্রে বলা হয়েছে সকল ধরনের করসহ এই ভাড়া নির্ধারন করা হয়েছে। অপর দিকে ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ঢাকা বরিশাল, ঢাকা সৈয়দপুর, ঢাকা রাজশাহী, ঢাকা যশোর রুটে ভাড়া ধরা হয়েছে মাত্র ২ হাজার টাকা। অপর দিকে এই সময়ে ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রামে ভাড়া ধরা ধরা হয়েছে যথাক্রমে ২৩০০ টাকা ও ২৫০০ টাকা করে। এই ক্ষেত্রেও সব ধরনের কর ভাড়ার সঙ্গে সংযুক্ত আছে। বিজ্ঞপ্তি
আরও খবর