সভাপতি মহাসচিবজনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) ২০১৬-১৮ মেয়াদি কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে সাবেক এমপি আহমেদ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী বেনজির আহমেদ এবং ক্যাথারসিস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. রুহুল আমিন স্বপন মহাসচিব নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অরচার্ড ইন্টারন্যাশনালের মোহাম্মদ ফারুক।
বৃহস্পতিবার বিকালে বায়রার সচিব আব্দুল্লাহ-আল-বাকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬-১৮ মেয়াদি কার্যনির্বাহী কমিটির ২৭ সদস্য পদে নির্বাচনের জন্য মোট ১১০ জন বৈধ প্রার্থীর মধ্যে নির্বাচনী তফসিল অনুসারে গত ২৯ জুন (বুধবার) ৮৩ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। পদের সংখ্যা এবং চূড়ান্ত প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ এর বিধি ১৭ (১) অনুযায়ী বায়রা নির্বাচন বোর্ড কর্তৃক ২৭ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
২৭ সদস্যবিশিষ্ট বায়রার কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি বিনিময় ইন্টারন্যাশনালের এমএ সোবহান ভূইয়া (হাসান), কাজী এয়ার ইন্টারন্যাশনালের কাজী মোহাম্মদ মফিজুর রহমান ও গ্রিনল্যান্ড ওভারসিজের মোহাম্মদ আব্দুল হাই। যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন যথাক্রমে অর্চিড ভিউ লি.-এর মোহাম্মদ ওবায়দুল আরিফ, সাদিয়া ইন্টারন্যাশনালের শামীম আহমেদ চৌধুরী নোমান ও ইলিগ্যান্টস ওভারসিজ লি.-এর মিজানুর রহমান। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারের মোহাম্মদ ফখরুল ইসলাম।