হজের বিমান টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে পদক্ষেপ

Hajj-biman-012013082209500620130822100105হজের সময় সিন্ডিকেটের মাধ্যমে বিমানের টিকিটের কৃৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত অর্থ আদায় রোধে বিমান ও ধর্ম সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, বিমান সচিব মহোদয় ও ধর্ম সচিব মহোদয় এটা মনিটর করবেন। এছাড়া সৌদিয়া এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এজেন্ট (টিকিট বিক্রি) বাড়ানোর জন্য বলা হয়েছে বলেও জানান তিনি। গতকাল সচিবালয়ে হজযাত্রী পরিবহন কার্যক্রম সুষ্ঠু, ফলপ্রসু ও নির্বিঘ্নে সম্পন্নে আন্তঃ মন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সভায় ধর্ম বিষয়কমন্ত্রী মতিউর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি অব বাংলাদেশ (আটাব) এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টিকিট সিন্ডিকেটের বিষয়ে বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, এ বিষয়টি আমাদের বিমান ও ধর্ম সচিব দেখছেন। সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সবাইকে এটা (টিকিট নিয়ে সিন্ডিকেট না হওয়া) বলে দেয়া হয়েছে। আমি দুই সচিবের হয়েতো আপনাদের কোন প্রতিশ্রুতি দিতে পারব না। আমাদের মিটিংয়ের হজ টিকিট নিয়ে যেন কোন সিন্ডিকেটেড বিজনেস না হয় সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগামী ৩ আগস্ট হজ ক্যাম্প উদ্বোধন করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪ আগস্ট ও সৌদিয়া এয়ারলাইন্স ৫ আগস্ট হজ ফ্লাইট শুরু করবে। এবার শর্ট প্যাকেজ বলে কিছু থাকছে না জানিয়ে মন্ত্রী বলেন, সবাইকে কমপক্ষে ৩০ দিনের প্রস্তুতি নিয়েই যেতে হবে। এর বাইরে কোন শর্ট প্যাকেজ হবে না।
হজ ক্যাম্পে এবার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, সব অবস্থার পরিপ্রেক্ষিতে এবার হজ ক্যাম্পে সবচেয়ে বেশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। হজ এজেন্সির যারা রয়েছেন তাদের পাসসহ সেখানে যেতে হবে। এর বাইরে হজযাত্রীদের আত্মীয়স্বজন নিয়ে ওখানে ভিড় করার জায়গা থাকবে না।
উল্লেখ্য, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশে থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার, বাকি ৯১ হাজার ৭৫৮ জন বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজে যেতে পারবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.