চলতি বছরের বিশ্ব সেরা যাত্রীবাহী বিমান পরিবহন সংস্থার খেতাব পেয়েছে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন। যুক্তরাজ্যের ফার্নবরো এয়ারশোতে মঙ্গলবার যাত্রীদের ভোটে এমিরেটস এই খেতাবের জন্য নির্বাচিত হয়। যাত্রীবাহী বিমান পরিবহন বিষয়ক ওয়েবসাইট স্কাইট্র্যাক্স ১৫ বছর ধরে এই পুরস্কারের আয়োজন করে আসছে, যেটিকে এই খাতের শীর্ষ পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের বিশ্ব সেরা খেতাব ছাড়াও মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইন এবং টানা ১২ বারের মতো ‘ইনফ্লাইট বিনোদনে’ বিশ্ব সেরার পুরস্কারও পেয়েছে এমিরেটস। বিশ্বব্যাপী বিমানযাত্রীদের মতামতের ওপর ভিত্তি করে স্কাইট্র্যাক্স পুরস্কার দিয়ে থাকে। এ বছর ১০৪টির বেশি দেশের ২৮০টি বিমান সংস্থার এক কোটি ৯২ লাখ যাত্রী ভোট দিয়েছে।