দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার এর সঙ্গে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
নভোএয়ার এর হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহেল মজিদ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর বিপণন ও উন্নয়ন বিভাগের প্রধান আজম খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর কর্মকর্ত-কর্মচারীরা হ্রাসকৃত মূল্যে নভোএয়ারে ভ্রমণ করার পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধাও পাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নভোএয়ার এর মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার একেএম মাহফুজুল আলমসহ নভোএয়ার ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুটে ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা প্রতি সপ্তাহে ৩টি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। শিগগিরই নেপাল ও ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে আন্তর্জাতিক নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে।