এই সপ্তাহে আবারও বেড়েছে জেট ফুয়েলের দাম আর তাই বেড়েছে বিমান ভাড়া।
দুই বছর আগে জেট ফুয়েলের যেখানে দাম ছিল ৪৬ টাকা এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ টাকায়।
বিগত ১৮ মাসে জেট ফুয়েলের দাম বেড়েছে ১২২ শতাংশ।
এতে যে রুটে বিমান ভাড়া ছিল ৩ হাজার টাকা, তা দ্বিগুণ হয়ে হয়েছে ৬ হাজার টাকা।
এ ব্যাপারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য পর্যালোচনা করে দেখা যায়, জেট ফুয়েলের আন্তর্জাতিক মূল্য প্রতি লিটার ১ দশমিক শূন্য ৪ ডলার।
এই হিসাবে আন্তর্জাতিক বাজারেই এখন জেট ফুয়েলের দাম লিটার ১২৫-১২৬ টাকা। সরকার ভর্তুকি দিয়ে ১০৬ টাকা লিটার দরে বিক্রি করছে।
ফলে আন্তর্জাতিক বাজারে না কমলে জেট ফুয়েলের দাম কমানোর কোনো সম্ভাবনা নেই।
২০২১ সালে জেট ফুয়েলের চাহিদা ছিল ৩ লাখ ১৯ হাজার ৭০৮ মেট্রিক টন, যার পুরোটাই আমদানিনির্ভর।